পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विलं जलाढे লয়ে গৰ্ব্বে খুকে— শৈলে শৈলে সম্মিলন ! -থাক রঙ্গরস"- ধরি এক কাণু উঠাইল স্থলোচনা"তিন কুল্ল চোর, তোর লাগি আমি * সছি রে এত গঞ্জ p. তোলে অভ্যন্ত করে . ' ধরি এক কাণ বিরাট রাজকুমারী,— "বল দেখি আঁত ! তোর সঙ্গে আজ • , কে করিল কাড়াকড়ি ?” দুই গালে চড় পড়ে দুই দিকে, আদরে যে দিকে চায় । দেখ তবে এই দেই আল্পনা বিরাট বীরের গায় ” • ঔষধির পাতা ছুটি তীর বেগে পড়িল রাজার মুখে, ' চূৰ্ণ কালী যেন মেশামিশি করি শোভিল মুখে ও বুকে । হাসিল অর্জুন, হাসিল কেশব হাসিলা কিশোর কিশোরী যুগল । চাপা হাসি আর না পারি রাখিতে হাসেন সুভদ্রা চাহি ধরাতল । কহে স্থলোচনা— হাসি নাহি মুখে, —বিরাট-নৃপতি ক্রোধে গড় গড়*আচ্ছা বল দেখি, হেন লক্ষ্য শুদ্ধ চলে কি কখনো তোমার শৱ ? ১১২৭