পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । في جمالا দোকানেই মহা ভিড় ; এমন কি, পথ চলিতে কষ্ট বোধ হয় ; এই জনস্রোতের মধ্য দিয়া অতি কষ্টে যেখানে মহামুনির প্রকাণ্ড মন্দির, সেখানে আসিয়া উপস্থিত হইলাম । মন্দরটি দৈর্ঘ্যে প্রস্থে সমান। চতুষ্পর্শ্বেঃ সমান আয়তনের বারেও আছে। মন্দিরাভ্যন্তরে বুদ্ধদেবের বির টমূৰ্ত্তি । ইহারই অর্চনা-উপলক্ষে এই মহামেলায় অসংখ্য মগের সমাগম হইয়া থাকে মূর্তিটি লম্বে ১০ ১২ হাত, এবং তদনুসারে অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণতা । বিরাটরূপে অৰ্দ্ধনি মীলি শুনেছে যোগীসনে উপদিষ্ট । কি প্রশান্ত মূৰ্ত্তি ! কি গভীর ভাব ! দেখিলাম, ৭৮ জন বৌদ্ধ ভিক্ষু মহামুনিপু পদতলে বসিয়া একাগ্র প্রণে আরাধনায়ু নিমগ্ন ! তাহদের মস্ত ক মুড়ীন-দাড়ি গোপ কামান,~পরিধানে গেরুয়া বসন ’ অনাথন:থ হিন্দুধৰ্ম্মাবলম্বী হইলেও অন্ত ধৰ্ম্মের প্রতি ৮ ধৰ্ম্মশিক্ষকের প্রতি ভক্তিপরায়ণ । তিনি এই মেগার লাহীধ্যাৰ্থ, বুদ্ধদেব ও বৌদ্ধদের সেবার্থ বহু অর্থ ব্যয় করিয়া থাকেন। তিনি ভানুমতীকে লইয়। অপরাহ্লে মেগাস্থলে আসিলেন । উভয়ে ভক্তিপূর্ণহৃদয়ে মহামুনি বুদ্ধদেবের মহামুর্ভিকে প্রদক্ষিণ ও প্ৰণাম করিয়া মেলা দর্শন করিতে লাগিলেন । প্রশস্ত উপবন ব্যাপিয়া মেলা বসিয়াছে। ষত দূর দেখা যাইতেছে, নানা পাৰ্ব্বত্যজাতীয় নরনারীতে মেলা-স্থান পরিপূরিত ; তাহদের গীতে, হায়ক্ট ও বংশীধ্বনিতে মুখরিত। মস্তকের উপর বসন্তের কোকিল, বউ কথা কও নাগেশ্বরের ডালে বসিয়া, গগনে উড়িয়া, অমৃতকণ্ঠে সেই বংশীননাদের সঙ্গে যোগ দিতেছে। পাৰ্ব্বত্য জাতিদের স্বর্ণগেীর কান্তি । পুরুষের মস্তকে সম্মুখে কৃষ্ণের চুড়ার মত ঘোর ঘনত্বঞ্চ কেশের চুড় । সেই বিদেশীয় প্রবন্ধ লেখকের ভাষায়