পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র। ১৮৭৩ : সেতু বাৰ্ছিয়া পলাইতে আরম্ভ করে। তখন প্রতিহিংসা-মত্ত । ইংরাজের ঙোপের দ্বার সহস্ৰ সহস্ৰ নর-নারীকে জলমগ্ন করিয়া নিহত করেন। কেবুল এক পক্ষেই নৃশংসতার অভিনয় হয় नांझे । d х. তাহার পর, মহেন্দ্র বাবু’স্বয়ং আমাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া, কানপুরের শীর্ষঘাট দেখান। ইহাতে এক দিকে পুরুষ ওঁ । অন্যদিকে স্ত্রীলোকের স্নান করিবার স্থান নিৰ্দ্ধারিত রহিয়াছে। ংখ্য নর-নারী-আজ একাদশী-গঙ্গাধ অবগাহন করিতে- । ছিল। তুমি কাশীর ঘাট দেখিয়াছ। কানপুরের শীর্ষঘাট তাহার কাছে অতি ক্ষুদ্র হইলেও, দেখিতে অতি মৃন্মর। সম্মুখের মিউনিসিপাল উদ্যানের উপর দিয়া ঘাটের খিলান-শ্রেণী দেখিতে অতি সুন্দর । r তাহার পর যাহা দেখিলাম, তাহ এ জীবনে ভুলিব না । একটি গৃহে আবদ্ধ করিয়া, অসংখ্য নর-নারী ও শিশুগণকে নানাসাহেবের অনুচরের বধ করিয়া, হত ও আহত অবস্থায়, তাহাদিগকে পাশ্বস্থিত একটি কুপে নিক্ষেপ করে । গৃহটি এখন নাই । এরূপ পাপচিহ্ন না থাকাই ভাল। তাহার স্থানে একখানি মাৰ্ব্বেল-ফলক মাত্র আছে ; তাহার বক্ষে বধ-গৃহ এই কথাটি মাত্র লেখা আছে । আর যে কূপে হত ও আহতদের নিক্ষেপ করিয়াছিল, তাহার উপর কি বিষাদময়ী মূৰ্ত্তিই স্থাপিত হইয়াছে ! একটি অনিন্দসুন্দরী, শ্বেতপ্রস্তরনিৰ্ম্মিত, যুগলপক্ষবিশিষ্ট স্বৰ্গীয় দেী, বক্ষের উপর হস্ত রাখিয়া, করে দুইটি তালের অঙ্কট শাখা ধরিয়া, অধোবদনে কুপের দিকে চাহিয়া অশ্রীবর্ষণ করিতেছেন। মূৰ্ত্তিটি জীবন্ত শোক । দেখিলে হৃদয়ে কি শোক, । কি পবিত্রতা সঞ্চারিত হয়, জাহার ভাষা বুঝি নাই। চারি দিকে উচ্চ প্রস্তরের রেলিংয়ের মধ্যে মুটি রক্ষিত হইয়াছে। মহেঙ্গ