পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

亨 ১৯২০ - নবীনচন্দ্রের গ্রন্থাবলী । जर्सब क्षरन इद्देश शाशेrअझ् । dरे शकि-मृ१rनद्र रूit६ ७ठातू* প্রতিভার সম্মান হইবে কেন যে অর্থ ইহার প্রতিবৎসর ইংরাজের পদসেবায় ব্যতি করেন, যে অর্থ বর্তমান রামবাণুে মিউজিয়মে ব্যস্থিত হইতেছে, তাহাঁর ভগ্নাংশমাত্রে এ সকল সংস্কৃত ও রক্ষিত হইতে পারে। এ কথাটা মহারাজকে বলিতে আমি সংসার বাবুকে বলিয়াছি। তিনি বলিবেন বলিয়া প্রতিশ্রত হইয়াছেন । যে উদ্যান নিৰ্ম্মিত হইতেছে, তাহ ধদি আম্বেরের হর্গের পদমূলে উপতাকায় । নিৰ্ম্মিত হইত, মিউজিয়মটি যদি প্রথমোক্ত ঝিঙ্গের কেন্দ্রস্থলে । নিৰ্ম্মিত হইত, তবে পুরাতন আম্বের পুনর্জীবিত হইত, এবং শিল্পের সঙ্গে প্রাকৃতিক শোভা মিলিয়া কি অপূর্ব দৃঙ্গেরই স্থাই করিতে পারিত ! কিন্তু সে সহৃদয়ত, সে সৌন্দৰ্য-জ্ঞান, দেশীয় রাজাদের থাকিবে কেন ? তাহা হইলে তাহারা ভারতীয় রাজা হইতেন না । জয়পুরের বর্তমান মহারাজ কায়েম সিংহ সম্বন্ধে গোটা দুইগল্প বলিব। ইনি জয়পুর রাজ্যের এক জন সামান্য সদ্ধার ছিলেন । জ্যেষ্ঠ সহোদরের সঙ্গে তাহার বিরোধ হয়, এবং তিনি রাজবিচার অগ্রাহ করিয়া যুদ্ধ করেন। তাহার জ্যেষ্ঠের সাহায্যাৰ্থ এবং তাহার দমনার্থ রাজনৈক্স প্রেরিত হইলে, ইনি পরাভূত হইয় পলাৱন করিয়া বুজাৰনে যান, এবং সেখানে ভিক্ষুকের মত সন্ত্রীক থাকেন। এ দিকে অপুত্রক রাজা রাম সিংহ মৃত্যুশয্যায় শায়িত হন, এবং কায়েম সিংহের বীরত্বে এবং তেজস্বিতায় প্রীত হইয়া, তাহাকে উত্তরাধিকারিত্বে মনোনীত করেন। কায়েম সিংহ, - “মাধো সিংহ, নাম গ্রহণ করিয়া, জয়পুরের সিংহাসনে আরোহণ করেন। অষ্টের আবর্তনে বৃন্দাবনের ভিক্ষুক জয়পুরের মহারাজ হইল । তিনি নিৰ্ব্বাসন সময়ে অসাধারণ .कडे:डांत्र করিয়াছিলেন। ভিনি তাহার অনেক श्रडूउ भन्न क८द्रन । ५१न यांशंद्र द्रांखदाüौद्र এবং উহার নিজের ভূত্য ও রাজকর্মচারী, তিনি তাহাদিগকে ।