পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। • 1 0ఫి. নিরখিয়া শেষে সেই অবনত মুখ, ভাবে মনে মনে কারু--"মরি, মরি একি মুগ্ধ ! দয়ার দর্পণে যেন চিত্র পর দুখ !" অনন্ত নক্ষত্রময় আকাশ হইতে যেন নামিয়া নক্ষত্র এক শীতল উজ্জল, বুহিয়াছে স্থিরভারে বামার বদন পরে, প্রীতিবিশ্বরিত নেত্ৰে চাহি ছল ছল । জরৎকারু কিছুক্ষণ স্থির অপলক নেত্রে . Bাহি সেই মুখ, সেই করুণার ছবি, জিজ্ঞসে বিস্ময়ে বাম, ক্ষীণ অস্ফুটিত কণ্ঠে,— “কে তুমি রমণী ? তুমি দেবী, কি মানবী ?” ভগিনি । রমণী আমি, সুভদ্রা আমার নাম”— * উত্ত্বরিল। ভদ্ৰ—“কথা কছিও না আর ” জ্যোৎস্নামীর কণ্ঠে বাসষ্ঠী জোংরা যেন বরুষি অমৃত প্রাণে পশিল বামার । সুভদ্রা –চমকি কারু, আবার রহিল চাহি সেই মুখ পানে, স্থির বিঘ্নিত অস্তরে । নিরখিল সেই মুখ শোভিতেছে অন্ধকারে, ফুন্ন অরবিন্ধ যথা নীল সরোবরে । আধারে অস্ফুটতায় শোভিছে দ্বিগুণতর, সে মুথের কি মহিম, কিবা মধুরিমা ! নিরমল জ্যোৎস্নায় নিয়মিত মুখখানি শান্তির ত্রিদিব কিবা নয়ন-নীলিমা ! যেই অন্ধ-উপধানে রয়েছে অবশ শির, বুলি রমণী নহে অন্ধ রমণীর ; জিবি-কুম্নম-রাশি স্তবকে স্তবকে যেন,— ·