পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার পুত্রপ্রতিম ভাগিনেয় প্রাণাধিক, ং তোমার বড় আদরের কুরুক্ষেত্র,—নাল কারুকার্ঘ্যে খচিত করিয়া মুদ্রিত করিবে বলিয়ু তুমি যে কুরুক্ষেত্রের মুদ্রান্ধন দুই , বৎসর যাবৎ "স্থগিত রাখিয়াছিলে,—তুমি রোগ-শয্যায় শায়িত হইলে যে কুৰুক্ষেত্রের আভরণহীন মুদ্রান্ধন আরম্ভ হইয়াছে শুনিয়া তুমি এত্ত অসন্তোষ প্রকাশ করিয়াছিলে,—আজ সে কুরুক্ষেত্রের মুদ্রাঙ্কন শেষ হইল, আর তুমি কি আজিই একটি পবিত্র সখস্বপ্নের মড় অন্তহিত হইলে ? তুমি যে একবার মুদ্রিত কুরুক্ষেত্র দেখিয়াও গেলে না আমার এ দুঃখ কোথায় রাগিব ? আমি একটু শিশু শোক-স্থতির সহিত কুরুক্ষেত্র আরম্ভ করিয়ছিলাম.. জনিতাম না তোমার শোক-স্মৃতি ইহার শেষের সহিত জড়িত তল্লা পাকিবে । ভগবানের যে শোক আমি কল্পনায় অনুভব কনিয়ুছিলাম, জানিতাম না যে সেই শোক কুরুক্ষেত্রের মুদ্রাঙ্কনের শেষের সহিত মূৰ্ত্তিমস্ত হইয়া আমার হৃদয় আচ্ছন্ন করিবে জানিভমন্যুষে মহাচিত কল্পনার চক্ষে দেখিয়াছিলাম,তাই আমার হৃদয়ে চিরজীবনের জন্য জলিৰে। তথাপি আমার দুঃখ নাই । তোমার জীবনে বুঝি জন্মাস্তরের কিঞ্চিং কৰ্ম্মছায় ছিল, ২৩ বৎসর কাল ধরাধ্যমে থাকিয়া তাহ অপসারিত করিয়া, তোমার চরিত্রের সৌন্দর্ঘ্য মাধুর্য্য ও দেবত্ব কোনরূপে কলুষিত হইবার