পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র। >૪૮૧ • পৰ্ব্বত श्रेंड অবতরণ করিয়া অামি ভারতথ্যত মার্ক্সলরক’ বা মৰ্ম্মর পর্বত দেখিতে যাই । এখানে• নৰ্ম্মশর উভয়তীরস্থ পৰ্ব্বত্তই মৰ্ম্মর, কিন্তু উপরিভাগ তৃণ-শুদ্ধ-সমাচ্ছন্ন এবং বৃষ্টির দ্বারা ৰিবৰ্ণ হইয়াছে। সেরূপ অমল শ্বেতবর্ণ দেখিতে পাওয়া যায় না। জলপ্রপাত হইতে কিঞ্চিং দুরে জলপ্‌ছন-বেগে গর্ভস্থ প্রস্তর কাটিয়া একটি দীর্ঘাকার বিচিত্র সরোবর প্রস্তুত কবি রাখিয়ছে। যেখানে স্বয়ং প্রকৃতিই শিল্পী, সেখানে তাহার বিচিত্রতা এবং শোভার কথা কি বলিব ? গবর্ণমেণ্ট বর্তৃক এখানে দুটি বাজলা এবং দুখানি প্লেজার বোট বা আমোদতরণী রক্ষিত হইয়াছে। তীরস্থিত গৃহ দুইখানি ষেন ফুখানি ছবি । ডিষ্ট্রক্ট বাঙ্গলাটি এত স্বনার, এবং স্থানটি এত হৃদয়মুগ্ধকর যে, আমার ইচ্ছা হইল, এখানে তোমাকে লইয়। যদি কিছুদিন থাকিতে পারি । আমি একখানি জালিবোটে নৰ্ম্মধার গর্ভে বেড়াইতে লাগিলাম। আমি ইহার কি বর্ণনা করিব ? অমল ধবল হইতে ঘোর কৃষ্ণবর্ণ, এবং উভয় বর্ণের সংমিশ্রিত নানাবর্ণের, মর্শ্বরশৈলশ্রেণী উভয় পাশ্বে সরল ভাবে মধ্যাহ্ন বুৰিকরে কি মহিমাপূর্ণ শোভা ধারণ করিয়া দাড়াইয়া আছে। তাহার পদতলে ঘুরিয়া ফিরিয়া নীল ভরল অমৃত খণ্ডের মত নর্শ্বদার গর্ভস্থ সরসী শোভা পাইতেছে। তাহার উভয় পার্ধে নানাবর্ণের মৰ্ম্মর প্রাচীরের ছায়া সেই নীলদর্পণে প্রতিভাত হইয়া, নানাৰণের মেঘমালা খচিত এক খণ্ড আকাশের মত শেজ পাইতেছে। স্থানে স্থানে মর্থর গর্তে কি স্থার স্থলর কক্ষই । ৱিতি হইল হিষ্কাছে। কক্ষপ্রাচীর শ্বেত মৰ্বের , কক্ষভল নগা সলিলে নীল-মণিময় "স্থানে স্থানে পরও নার জোত অবরোধ করিতে চাহিতেছে, যেন গিরি হস্ত প্রসারণ कदिल्ला বছিাছে जांबांद्र शंरन होtन ७क qरू ५७ बिक्कि মরমণীগর্ভেণ্ডাসমান। ঠিক যেন গ্রকৃত্তি বিচিৰ বেী নির্মাণ