পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিক্ষেপ করিতে অস্ত্ৰ তুলি নিজ শরাসন। কহিলেন, মহীপতে । হৃষীকেশে এই মত। ২• { f অর্জন কহিলেন । উভয় সেনার মধ্যে হে অচ্যুত! বাৰ্থ রথ । ২১ যাবত নিরর্থি স্নামি, যুদ্ধকামী বীরগণে কাহারা আমার সনে যুঝিবেক এই রণে ; ২২ তুষ্ট ধাৰ্ত্তরাষ্ট্রদের সাধিবারে প্রিয়ত্ৰত, কাহ্লারা মাপন্ন রণে হইয়াছে সমাগত। ২৩ সঞ্জয় কহিলেন । এ রূপে কহিলে পার্থ, হৃষীকেশ, হে ভারত ! উভয় সেনার মধ্যে স্থাপিয়া উত্তম রথ, ২৪ কহিলেওঁ-দেখ পার্থ। সমবেত কুরুগণ ভীষ্ম দ্রোণ প্রমূখীন মহীপতি সৰ্ব্বজন । ২৫ পাণ্ডব দেখিলা চাহি, পিতৃ পিতামহ, গুরু, মাতুল তথায়, ভ্রাতা, পুত্র, পৌত্র, সখা, শ্বশুর, সুহৃদগণ, উভয় সেনায় । ২২ দেখিয়া কৌন্তেয় তথা সৰ্ব্ব বন্ধু অবস্থিত, কহিলেন এইরূপে কৃপাৰিষ্ট বিষাদিত—২৭ অৰ্জুন কহিলেন । দেখিয়া স্বজুন, কৃষ্ণ ! সমবেত, রণোত্বক, অবসর গাত্র মম, বিশুদ্ধ হতেছে মুখ ॥২৮ কাপিতেছে অঙ্গ মম, হইতেছে রোমাঞ্চিত, পড়িছৈ গাওঁীব খলি, হতেছে দেহ দাহিত । ২৯ নাছি শক্তি থাকি স্থির, হইতেছে ভ্রান্ত মন, হে কেশব ছর্নিমিত্ত করিতেছি দরশন। ৩• । বধিয়া স্বজন রণে নাছি দেখি শ্রেয়মুখ ;