পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । جسمس : حبسته ভগবান কহিলেন। অস্বয়াবিহীন তুমি, কহিব তোমাকে এই কথা গুহ্যতম,— বিজ্ঞান সহিত জ্ঞান,—যাহাকে জানিলে হবে, অশুভ মোচন ॥১ শ্লেষ্ট বিখ্যা, গুহশ্রেষ্ঠ, পবিত্র ইহা উত্তম, প্রত্যক্ষ, ধৰ্ম্মামুগত, মুখ-সাধ, সনাতন। ২ এই ধৰ্ম্মে শ্রদ্ধাহীন পুরুষের কোন মতে না পেয়ে আমাকে, ভ্রমে মৃত্যুসংসারের পথে । ৩ অব্যক্ত মূৰ্ত্তিতে মম জগত সৰ্ব্বব্যাপিত ; चरांभांउ } , আমি নাহি তাতে স্থিত । ৪ ஒேযোগ-অৰ্জুন ! আমাতে নহে স্থিত ভূতগণ। ধারক, পালক আমি—মম আত্মা ভূতস্থিত নহে কদাচন।। ৫ ধখা আকাশেতে নিত্য সৰ্ব্বগামী মহাবায়ু করে অবস্থান, সেইরূপে সৰ্ব্বভূত আমাণ্ডেই অবস্থিত, • • জানিও প্রমাণ ॥ ৬ ফুক্ষয়ে সৰ্ব্বভূত আমার প্রকৃতি পায়। করারম্ভে তাহদের স্বজি আমি পুনরায়। ৭ অবিলম্বি স্বপ্রকৃতি স্বজি আমি বারংবার । প্রকৃতি-বশে অবশ অখিল ভূতসংসার। ৮ সেই সব কৰ্ম্মে বন্ধ'নহি আমি, হে ভারত ! অনাসক্ত সেই কৰ্ম্মে থাকি উদাসীন মত। ৯