পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । عنواوي ويج. বারিবিন্দু হ’য়ে যদি পারি পদ প্রক্ষালিতে, নারীজন্ম হইবে উদ্ধার । পতি জ্ঞান পারাবার,— আমরা সফরী ক্ষুদ্র, কি বুঝিব সে লীলা বিশাল ! ক্ষুদ্র সফরীর মত থাকি তাহে লুকাইয়া, আমাদের নীরবতা ভাল । - সত্য । জ্ঞানের চূড়ান্ত ফল,— গলায় সতিনী দুটি । জ্ঞানের মহিম বলিহারি ! এমন লক্ষ্মীর পয়ে আমি সতিনীর কাট ফুটাল যে, তার জ্ঞান ভারি ! রুক্সি। দিদিরে । দুৰ্ব্বল প্রাণে কত ব্যথা দিবি আর, তোর ত হৃদয় দয়াময় ; এমন প্রতিভাময়ী সপত্নী পতির যোগ্য, জন্ম{জনাস্তরে যেন ইয়। so. কি যে অভাগিনী অমি, পতি সেবা নাহি,জানি, আপনি মরমে মরে রই । পতির প্রসন্ন মুখ 尊 দেখি যবে পাষ্ট্র মুখ, তোর কাছে কত ঋণী হই । আমরা কে, সত্যভামা ? জগতের পতি ষিনি, ছই ক্ষুদ্র নারী পত্নী তার ? পত্নী তার নারী জাতি, পত্নী তার বসুমতী, পত্নী তার অসংখ্য অপার । অনন্ত প্রকৃতি সতী, - অনন্ত রূপেতে সাজি, সেবে নিত্য চরণ র্যাহার, তার প্রেমে ক্ষুত্র কীট , পায় যাহা, ততোধিক - আমাদের নাহি অধিকার । ।