পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

受5* অজুন । রৈবতক কাব্য । .داد লইয়াছে ধনঞ্জয়, করিও না তারে ব্ৰতহীন, ধৰ্ম্মহীন । হব তব স্বামী নাহি সে যোগ্যতা মম, দেও অনুমতি হৃদয়ে রাথিয়া, দেবি, পূজিব তোমারে পবিত্র প্রণয়পুষ্পে । দেও অনুমতি, হরিব সুভদ্রা-মুধী নমি সুদর্শন : বুকে, সুধাকররূপে, ধরি সেই স্বধ সাধিতে নিয়তি তব অপিব জীবন । জানি ক্ষল্লিয়ের ধৰ্ম্ম । কিন্তু, বীরমণি, নর-রক্তে রৈবতক করিয়া রঞ্জিত,-- যাদবের রক্ত প্রভূ রক্ত সুভদ্রার, নর-প্রাণ মম প্রাণ,-নারায়ণ প্রাণ,— কি ধৰ্ম্ম সাধিবে বল ? নরমুণ্ডমালা পরাবে গলীয় প্রভু, তব স্বভদ্রার ? নাকুয়ণ! এই ছিল অষ্টে তাহার । সুভদ্রে । করুণাময়ি ! এই রণক্ষেত্রে যাদব বিক্রম সহ কৌরববিক্রমে হয় যদি সম্মিলিত, ইন অগ্রসর সমগ্র ক্ষত্রিয় জাতি সিন্ধুপরাক্রমে প্লাবিতে আমারে, দেবি, প্রতিজ্ঞ আমার,--- নিবারিব অস্ত্র, নাহি করিব প্রহর । একটি কণ্টকে যদি হয় বিদ্ধ কেহ, একটি শোণিতবিন্দু করে কলঙ্কিত ফাল্গুনীর কর মুদি সেই কর আর অৰ্পিব না তব করে ; কাটি সেই কর নিক্ষেপিব সিদ্ধগর্তে সহ কেশর।