পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و سرنج. নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আপ অর্জুনের করে কছিল উচ্ছ্বাসে— “ধনঞ্জয় ! করিলাম আজি সমপণ— তব করে স্বভদ্রায়,—সাক্ষী নারায়ণ । সুভদ্রা আমার, দেব, জগৎগৌরব, মেহে কস্তা, জ্ঞানে শুরু, দেবত্বে কেশব । যাদবের কুলদেবী মুধায় স্বজিত, পাওবের কুলে আজি হুইগ স্থাপিত । , শিশুদের চিরানন্দ, আরাধ্য যুবার, স্থবিরের শাস্তি ছায়া, প্রেমপারাবার জগতের, জগতের প্রাণ যার 11, সেই স্বভদ্রায়, পার্থ, করিলাম দান । যথা নরদেব ভ্রাত,ভগ্নী নারী-দেবী । যথা পূর্ণ-ব্রহ্ম পতি পাদপদ্ম সেবি ভাগ্যবতী সত্যভাম, তথা ভাগ্যবর্তী, স্বভদ্র নমদ মম, তুমি তাঁর গতি। পবিত্রত, মহত্বতা, সৌন্দর্ঘ্য ধরার, আজি হতে,সব্যসাচী, হইল তোমার।” ধনঞ্জয় আত্ম-হারা, স্তস্তিত, বিস্থিত, চাহি ছল ছল নেন্ত্রে আকাশের পানে । কহিলা-“মঙ্গলময় ! নিয়তি-নিদান, এইরূপে কর পূর্ণ তব মনস্কাম ? বুঝিলাম বলদেব বলে অবতার, কি সাধ্য নিয়তি বল খণ্ডিৰে তোমার !" আপন প্রকোষ্ঠ হতে পুষ্পের বলয় খুলি সত্রাজিৎ-মুণ্ড, দিল পরাইয়া পার্থের প্রকোষ্ট্রে, গৰ্ব্বে কহিলা তখন—