পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ஆ নবীনচক্সের গ্রন্থাবলী। গৃহ-ভেদ, জাতি-ভেদ, রাজ্য-ভেদ, ধৰ্ম্ম-ভেদ, না মানবের নীচ দুষ্প্রবৃত্তিচয়, জালিছে ষে মহা বহ্নি, করিবে নিশ্চয় ভস্ম এই আর্য্যজাতি ! চাহি আমি বক্ষ পতি নিবারিতে সে বিপ্লব । বাসনা আমার চির-শাস্তি ; নহে, সখে, সমর দুৰ্ব্বার । যেই রাজ্য অসিধারে স্বজিত, সে পারাবারে বালির বন্ধন ক্ষুদ্র ; মানব হৃদয় কার সাধা অসিধারে করিবে বিজয় । ষে রাজ্যের ভিত্তি ধৰ্ম্ম, শাসন নিষ্কাম কৰ্ম্ম, , কালের তরঙ্গে তাহু মৈনাক অচল । শক্তি ধৰ্ম্ম, ধনঞ্জয়, নহে পশুবল । ভীষণ শালগণে, নাহি বিনাশিন্সে রণে, শাস্তিতে সাম্রাজ্য, দেব, হবে কি স্থাপিত ? উপায় মায়ের চিত্রে রয়েছে লিখিত ! বঁধি ধৰ্ম্ম-নীতি-পাশে মিলাইব জনায়াসে জননীর পগু দেহ; করিয়া চালিত জ্ঞানাঙ্কুশে, ভেদ-জ্ঞান করিব রহিত । শিখাৰ একত্ব মৰ্ম্ম - এক জাতি, এক ধৰ্ম্ম ;