পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} e এবং সম্পাদক আর কয়েক জন প্রতিষ্ঠিত কবির সঙ্গে মহা:ে সময়ে সময়ে লিখিতে অনুরোধ করেন। গ্রন্থকার প্রতিশ্ৰুষ্ট হ “যুয়ং চিন্তা” এডুকেশন গেজেটে প্রকাশিত হয়। ক্লা যশোরের মতবাজার" পত্রিকায় কবিতা লিখে তার অ কাংশই স্থান ও পত্রবিশেষ বলিয়া এই পুস্তকে প্রকাশ হুইল : ঢাকার অবলুরান্ধব নামূব পাক্ষিক পত্রিকাতেও তিনি সময়ে সঃ লিখিতেছেন, এবং সম্পাদক আগ্রহের সহিত তাহার রচনা * করিতেছেন। প্রকৃত অবকাশরঞ্জিনী এই ক্ষুবে বনি দেখি ছেন, সকলেই মুদ্রাঙ্কনের জন্ত অনুরোধ করিয়াছেন। . অবকাশরঞ্জিনী বন্ধুসমাজে যেমন আদরিষ্ঠ হইয়ছে, জনসমা৷ে যদি অবকাশ রঞ্জন করিতে পারে, তাহা হইলে রচয়িত্র ੋ আশা ফলবতী হয়। পণ্ডিতবর ও গ্রন্থকারের অনন্তসহায় পূজ্যাম্পদ স্ত্রীযুক্ত ঈ চন্দ্র বিষ্ঠাসাগর এবং শ্ৰীযুক্ত রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পুস্তক মুদ্রান্ধন সম্বন্ধে গ্রন্থকারকে অনেক সাহায্য এবং উং প্রদান করিয়াছেন এবং বাবু দীনবন্ধু মিত্র গুরুতর রাজব ব্যাপৃত থাকিয়াও ইহার প্রফসিট সংশোধন করিয়া দিয়া উপসংহারকালে গ্রন্থকার সঙ্কতজ্ঞ হৃদয়ে তাহাদিগকে ধন্যবাদ ও করিলেন। ঈশ্বর তাহাদিগকে দীর্ঘজীবী করিয়া ভারতের মু জল করুন । গ্রন্থকারস্ত ।