পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । Y e > * পাণি মম, প্রাণ তথা করিব অর্পণ। না জানি কেমনে নিদ্রা শক্রবেশে মম , আচ্ছন্ন করিল পাপ নয়ন আমার ; স্বপনে স্বামীর পদ করি দর্শন ছিন্থ স্বরে অভিভূত ; কপাটে প্রহার”— •নিলি না ভু ক্ষঙ্গিনি । জানি ছয় মাত নিদ্রা ধায় ভুঞ্জঙ্গিনী । কিন্তু ইচ্ছামত নাহি মধুে জরুৎকারু তোর অভিলাষ করি পূর্ণ ; নাহি হয় স্বপ্নে পরিণত । কারু । (স্বগত), দূর হক ইচ্ছামত,—যদি একবাসু । বুঝিতেন যমরাজ ভুল আপনার ! প্রকাতে ) জন্মায়ুস্তি এ দাসীর । সমান তাহার ধরণতলে ভাগ্যবতী কেবা আছে আর ? জরৎ ঋষি-পুী ভাগবতী ! বহুষ্ঠ নতুন ! বিলাসিনী জরৎকারু বাজার নন্দিনী বেড়াইরে বনে বনে ! রন্ধুল বসন, আহার বনের ফল, অজিন-শায়িনী ! কারু। আপনি তপস্বী তুমি, ক্ষমিবে কি, প্রভু ! প্ৰগলতত এ দাসীর ?—বুমণী-হৃদয় কি ষে রমণীয়,—তাই বুঝ নাহি কভু, রমণীর প্রাণ কিবা সহিষ্ণুতাময় । রমণী জগৎপত্নী, জগৎ-জননী, जश्रे९-कृश्डि नाशैौ । झन्नब उशत्र ন হইলে রূপান্তর, সলিল যেমনি, যখন যেরূপ হয় ছায়ার সঞ্চার ,