পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনা । Sye দেখিছু মানব জাতি ভ্রাতুনিৰ্ব্বিশেষ, হৃদয় একত্বভাবে হইল পূরিত; দেখিলু স্থষ্টিতে অষ্ট পূর্ণ সমাবেশ, মিশাইল আত্মা বিশ্ব আকাশ সহিত । さい○ সহিয়াছি কত ঝড় বলিতে না পারি। পাপে পূর্ণ ভাবিতরি কত শত বার, fছড়িয়া স্নেহের পাশ, হৃদয় বিদারি, চাহিয়াছে ডুবাইতে পাপ দেশাচার, চাহিয়াছে ফিরাইতে, কুহকী সংসার ! এরূপে যাইতেছিন্থ, কিছু দিন পরে, . হইল যুগল শাখা স্রোত দুর্নিবার, * ছুটিল ভীষণ বেগে, ভিন্ন বেশ ধরে । 을8 সন্ধিস্থলে এবে পিতঃ ! আছি দাড়াইয়।, না পারি করিতে স্থির যাই কোন পথে ভাস তুমি প্রেমানন্দে পুতুল লইয়া, স্বধৃঢ় বিশ্বাস তব নিবে মুক্তি রথে । নাহি হয় কোন ধৰ্ম্মে শ্রদ্ধা কোন মতে, পরকাল, পরিণাম, ভাবি আপনার, ভাবি মনে মনে হয় ! এসেছি জগতে কোথায় হইতে, কোথা যাইব আবার ? ૨ઉ ৰথায় যাইতে হবে, যাইতেছি,হয় ! কিছু ক্ষণ পরে এই পাখিৰ পিঞ্জর তেয়াগিবে আত্মা ; দেহ রহিবে ধরায়'; ছিড়িবে ভবের দুঃখ দাসত্ব নিগড় ।