পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ১২৫ নচিতে হিল্লোলমালা অতি ধীরে ধীরে, নৈশ সমীরণ-স্রোতে নিরগি নয়নে, শুনাইব পবিত্র প্রণয়-আলাপন, দেখা’র প্রণয় বিশ্বমোহন কেমন । © * কখন মলিন মুখে অবসন্ন মনে পতির বিরহে জাগি সুদীর্ঘ রজনী, প্রভাতে পশ্চিমানীলে কোকিলার সনে ট্রাইব বিরহ-গীত, কাদিবে ধরণী । নীহাব,নয়ন-জলে তিতিবে বসন ; স্বনয়া স্বনিয়া তরু কঁদিবে তপন ।

  • సె কিংবা বসি’ পতিসনে, অলিনা-অসনে, নক্ষত্রথচিত নৈশ আকাশের তলে, কিংবা চন্দ্র করতলে শু্যামল প্রাঙ্গণে,

প্রাণপতিপাশে সুখে বসি ধরাতলে, নিরথিয়া বিশ্ব-শোভা, রচনা-কৌশল, শুন’ব সঙ্গীত, বর্ষি” নয়নের জল ।

  • *

কদম্বরী, শকুন্তলা, দুর্গেশনন্দিনী, অক্ষয় ভাগুর হ’তে করিয়া লুণ্ঠন, সাদ্ধহস্ত লম্বমান সমাস-বাধনি, সাজ’য়ে বিজ্ঞানগর্ভ কৃত্রিম লিখন, নাহি চাহি বাড়াইতে বিদ্যার গৌরব, প্রভালিতে সহৃদয় অবলাবান্ধৰ ।