পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سواك لا নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ষাহাতে বিহবল ভ্রমর বিরাজি, রাখিয়াছে নীল সরোবর সাজি । ు চিত্র সেই ফুল, স্মিত বিকসিত, সৌরভেতে যা’র দিক আমোদিত, কিন্তু নাহি তাহে অলি বিরাজিত, নাহি মুখে হাসি—চিত্ত বিষাদিত । 3. চিত্র কর ওই করকমলিনী, "হারমোণিয়মে নাচি’ছে যেমনি, ' নাচে যেই মতে ফুল্ল সরোজিনী, সমীরণ-ভরে সর-সোহাগিনী । & চিত্র কর ভুজ-মৃণাল তাহার,— বিমল কমল মুবর্ণের হার; নিটেল, নিরেট, অথচ আবার পরশনে হয় শোণিত সঞ্চার । وينا চিত্র কর সেই বদন-চন্দ্রমা, ত্রিভুবনে যা’র নাহিক সুষমা, অধরে নয়নে বর্ণে অনুপমা চিত্র কর সেই বিশ্বমনোরমা । 毒 * চিত্র কর যদি পীর, সহচরি, অনুপম সেই লাবণ্য মাধুরী,