পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$e নবীনচঞ্জের গ্রন্থাবলী। নিরর্থিলে তার দীন ময়ন,

  • . পাষণেও আহা করুণা জন্মায়

లి পাষাণ হইতে নিরেট, অধম, অসভ্য দেশের পপস্যা সকল; t নাহিক হৃদয়, নাহিক মরম, কাটিতে রমণী করার্ল কবল । S to এমন দেশেতে এমন রতন, * না বুঝি কেমন বিধি বিধাতার ! , কারে বল দোষী ? শোভে কি কথন কাকের গলায় মুকুতার হার ? . दूछ भन्नल (* X ঢাল সুরা ঢাল, ঢাল গো ইয়ার, ঢাল গো আবার, ঢাল পুনর্বার, দিব আজি সুখ-সাগরে সাতার, ঢাল স্বরা ঢাল, ঢাল গো আবার ।

  • দোলের পরের মঙ্গলবার কাশিতে “বুড়া মঙ্গলের” মেঃ হয়। সন্ধ্যার পর গঙ্গার অমল বক্ষঃ সুসজ্জিত তরণীসমূহে আচ্ছাদিত তরণীস্থ আলোকমাগায় আলোকিত, সঙ্গীতে নিনাদিত, এবং স্বর স্রোতে কলুষিত হইয়া থাকে । লেখক যে বৎসর এই জলোংস দেখেন সে বৎসর কাশির এবং বিজয়নগরের মহারাজা তাহাঠে যোগ দিয়াছিলেন ।