পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ప8ఇ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । q শতেক তরণী একত্রে গ্রথিত, ফরাসে চেয়ারে ঝাড়েতে ভূষিত, আতরে গোলাবে দিক্‌ আমোদিত, বামাকণ্ঠস্বরে শ্রবণ মোহিত । br উঠিল সঙ্গীত-স্বর-লহরী, এ পরাণ মন লইল হরি, উঠিলাম বেগে লম্ফ ত্যাগ করি, “বিজয়নগর’-তরণী উপরি । ఇ সুবৰ্ণ-মণ্ডিত কোচ-আসনে, “বিজয়নগর” স্বয়ং আসীন, গৌরাঙ্গ গৌরবে সোণার বরণে, কারুকার্য্য সব হয়েছে মলিন । আশে পাশে গুটীকত ইংরাজ । মনের আনন্দে করিছে বিরাজ । So উত্তরে যতেক গায়িকার দল, পেশোয়াজ অঙ্গে করে ঝল মল, গোলাপ অপরাজিত বিম্বফল, একাধারে যেন বিরাজে সকল । দক্ষিণে তেমনি মোসাহেব থান৷ সাজায়ে রেখেছে চিড়িয়াখানা। সম্মুখে সৈরিগ্রী, ভ্রাত পঞ্চজন, বসে অপমানে বিষগ্ন বদন ;