এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
' >v নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বেড়াইয়া পথে পথে প্রাচীরে প্রাচীথে, যে ফল লভেছি ভেবে হৃদয় বিদরে । প্রতিদিন প্রাতে যাই আশা ভর করে, প্রদোষে নিরাশ হয়ে ফিরে আসি ঘরে। { ישנא রজনীর কাণে কাণে দুঃখের বারত, কহিয়াছি কত শত বলিব কেমনে ; ; যামিনী শুনিয়া দুঃখ, দেখি কান্তদূত, কঁাদিয়াছে ঝিল্লিরবে শুনেছি শ্রবণে । , অ’াধার হৃদয়াকাশে তারার মতন, ফুটিয়া শতেক আশ নিবেছে তখন। "లిఫ్ পুস্তক বিজনবন্ধ, কল্পনা অলিয়, প্রবেশি যুঙাতে মম নিশীথযন্ত্রণা ; নন্দনকাননে ভ্ৰমি, তবু মনে লয়, বাড়িতেছে অভাগার মনের বেদন । চিন্তার অনলৈ যার দহিছে জীবন, বৈজয়ন্তধাম তার বিজন কানন। 8 o প্রিয়তম বংশী মম প্রাণের দোসর আলিঙ্গিয়া দুই করে, কহি তার কাণে বিরলে দুঃখের কথা ; যথা পিকবর কহে ঋতুকুলেশ্বরে, মোহিয়া স্থতানে।