পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ృta কত বার নিজ বক্ষে পার করি’ করা’ল প্রবেশ ভারত-ভিতরে ; সেই দস্থ্য-স্রোতে নিল ভাসাইয়া কত রত্ন, শোভা, বলিব কেমনে কিন্তু সেই স্রোতঃ দিল ফিরাইয়া, সম্মুখ-সমরে বীর-পুত্ৰগণে । Vo a “হায় ! গৃহছুরি কাটে গৃহ যদি, দেবেও না পারে রক্ষিতে তাহারে ; বিশ্বাসঘাতক সিন্ধু নিরবধি, * অন্বেষিয়া গৃহছিদ্র দুরাচারে, আনিল ভারতে পুন; দস্থ্য-দল, অন্তর-বিগ্রহে ক্লাস্ত দিল্লীশ্বরে যুঝিল একাকী,—হইল উজ্জল, যবনের ‘অৰ্দ্ধচন্দ্র” * থানেশ্বরে । Y}) “ দেখিয়া নগেন্দ্র হইলা মূচ্ছিত,— বজ্ৰাঘাতে যেন । বহুদিন পরে ভীম-ভূকম্পনে পাইয়া সম্বিত, বলিলা জীমূত-মন্ত্র ভয়ঙ্করে – ‘শৈলেন্দ্রাণি ! আমি মেলিয়া নয়ন বিধৰ্ম্ম পতাকা দেখিব না আর, হ’বে ভারতের যেই নির্যাতন আজি হ’তে,—প্রাণে স’বে না আমার ।

  • যবনের জাতীয় পতাকা ।