পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । সন্তাপের স্রোত তবু মানে না বারগু, উচ্ছ্বসিত হয় দুঃখে, ভাসে,ছ নয়ন। - 8X ভাসিতে ভাসিতে এই দুঃখের সাগরে, যেইসব তৃণ লতা করি?আশ্রয়, ছিড়িয়াছে সল্প আহা ! বাচিব কি করে আসিতেছে জলোচ্ছ্বাস ডুবিব নিশ্চয়। অশার অঙ্কুর যত করিনু রোপণ, ফলবতী না হইতে হইল নিধন । 8२ জীবনের তরি, বিদ্যা অনন্ত সাগরে ভাসিয়ে, যাইবে বড় সাধ ছিল মনে যশের মন্দিরে, যথা আনন্দে বিহরে অমর কবীশবৃন্দ কলক আসনে । কল্পনার স্থত্রে গাথি কবিতার হার, সাজাইব মাতৃভাষা দিয়া উপহার। 89 প্রকাশিলে জ্ঞানচন্দ্র, ফুটিলে নয়ন, প্রবেশিব ধৰ্ম্মারণ্যে ; পন্ধিল হৃদয় চৈতন্তের ভক্তিস্রোতে করি প্রক্ষালন যুড়াইব অনুতাপ , যুঝিব নিশ্চয় বিষয়বাসনা সহ, ত্যজিব জীবন ধৰ্ম্মার্থে নিহত দীন দ্বশার মতন