পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী يع ميالا সখের গোলাপ ।

সখের গোলাপ মম বরিষার জলে, দেখ ছিন্ন ভিন্ন করে, সুকুমার দল ক’রে দেখ, আহ, ক্রমে ক্রমে পড়ি’ছে ভূতলে । প্রত্যেক বিন্দুর ঘায়, ওই দেখ মূৰ্ছা যায়, উলটি পালটি, দেখ,বৃন্তোপরে দোলে, সথের গোলাপ মম বাতাসের বলে } কেমন নিবিড় মেঘে আবৃত গগন অনিবার হুহু স্বরে, বরিষার জল ঝরে কি ভীষণ রবে শুন গর্জে তরুগণ, উহু ! কি বিজলী-মালা, গগনে করি’ছে খেলা, জলদ-হুঙ্কারে কঁপে পৃথিবী, গগন, 4 se বাপরে ! হইল কোথা অশনি-পতন ! هيهيه শুন কি ভীষণ শব্দ দূরে শুনা যায়, বিলোড়িয়া সিন্ধুজল, উপাড়ি’ আচলদল, উপাড়িয়া তরুগণ বিদারি* ধরায়, প্রলয়ের শব্দ সম, বহিতেছে প্রভঞ্জন, *কড় কড়’, শব্দে যত তরু ভেঙ্গে যায়, সুখের গোলাপ মম কিসে রক্ষণ পায় ?