পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ২১ চিত্রিবে না দূর দেশে তোমারে হৃদয়ে, মা মা বলে মা তোমারে ডাক্লিবে না আর ৭ জননি । জন্মের মত হইমু বিদায়, হৃদয় কঁদিলে আর কি হইবে হায় ! নিবিড় তুর্মস মাঝে, নিরর্থি তোমায় কঁদিতেছে, আমি মাত: লইয়া হৃদয়ে কোমল কনিষ্ঠ শিশু ; ভাবিতেছে, হায় ! কত দিনে বাছা তল ফিরিলে আলয়ে ; এত যত্নে নারিলাম করিতে উপয়, কি সুখে ফিরিদ্র ঘরে ? আবার বিদায় । , નેિ অীrর আলয়ে ভূষি, অন্ত্রি অভাগিনি । কি স্বপ্ন দেখিছ, প্রিয়ে ? বল না অমিয়, যে একটা অশ ঘুেতি দিবস যামিনী জ্বলিত হৃদয়ে, এবে নিৰ্ব্বাপিত প্রায় ;– কুক্ষণে এ অভাগারে করিয়ে বরণ, জানিলে না মুখ প্রিয়ে ! যাবত জীবন। & 9 স্বথ আশে অভাগার প্রেম সরোবরে । প্রবেশিলে যবে তুমি, জানিতে না হয় ! দীনতাভূজঙ্গ তার নিবসে অন্তরে, , এখন শুকাবে পাপ বিষের জুলায়। অকৃত্রিম প্রণয়ে থাকে পুরস্কার, ' ষাই এবে, পরকালে মিলিল আৰাধ ।