পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 登 > হৃদয়! কেমনে তুমি বিদাইলে তারে, প্লেমের প্রতিম আজি দিলে বিসর্জন ? নয়নের মণি মম, আলোক অধিরে, কাঙ্গালিনী করে তারে ত্যজিলে এখন ? এ জীবনবৃন্তে ওই কুসুম রতন, * ছিড়িলে মৃণাল পদ্ম বাটে কি কখন ? ४२ প্রাণের প্রতিম মম ভ্রাতা ভগ্নীগণ, অভাগা তোদের কাছে লইল বিদায়। সারিতাম যদি হেরি তোদের বদন, চুম্বি, হাসি “দদ” বলে ডাকিতে আমায়, কালের কবল হতে কুসুমের হার, শমনভবন হতো সুপের আধার । & 8 বয়সের ফুল যদি ফুটে দৈববশে, বলিও লোকের কাছে চিত্তর অনলে জলি জ্যেষ্ঠ সহোদর, নবীন বয়সে ত্যজিলেন প্রাণ দাদা জাহ্নবীর জলে। মিছে আশী হয় ! এই অন্ধুর জীবন, স্নেহজল বিনে কি গো বাচিবে কথন । w - 6 3 দীননাথ ! তুমিমাত্র অনাথ আশ্রয় ! তব প্রেমক্রোড়ে নাথ কহি অৰ্পণ ।