পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । $ $ কি স্থখ ছলনা ! নাহি কাজ তাহে । বল বল, সখে ! দেখেছ কি তুমি, পতিতা বিগত-বিপ্লব-প্রবাহে জগং-গৌরব ফ্রান্স বীরভূমি ফরাসি-গৌরব-সমাধি সিডনে” দড়িষ্টয়া শোকে বিষাদে বিহবল, ফরাসি- অদৃষ্টে, বাঙ্গালি-নয়নে ঝরেছিল কি হে এক বিন্দু জল ? S R রুষিয়া, প্রসিয়া—নব গৌরবিণী, পুণ-রঙ্গ-ভূমে সিংহিনী যুগল ! চলি’ছে রুষিয়া দক্ষিণবাহিনী, ব্রিটিশ হর্য্যক্ষ কটাক্ষে বিহবল ৷ এক দিকে ফ্রান্স ভূতল-শায়িনী, অন্যত্র প্রসিয়া হঠাৎ-প্রবল,-— মরি, দুই চিত্র !—ভাবপ্রবাহিণী – অন্ধ মানবেল শিক্ষার স্থল । ఫిvటి আর এক পদ –একেবারে তুমি ডুবিলে অদৃষ্ট-অতল-সাগরে, সম্মুখে তোমার রোম-রঙ্গ-ভুমি, চিহ্নমাত্র আছে নদ টাইবারে । ভুবনবিজয়ী অভিনেতৃগণ সময়ের গর্ভে হইয়াছে লয় ; জগত-বিস্ময় কীৰ্ত্তি অগণন কলকলে ওই নদে মাত্র কয় । \