পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । , ఫిస్చెలి আচঞ্চল অহলদিনী,—হউক তাহার ! আমি মেঘে ভালবাসি, চঞ্চল চপল হাসি ; আমি ভালবাসি তোরে,-চাঞ্চল্য সবার । পাগলিনি রে আমার ! অনন্ত শয্যা । 劇 o 台 মাত ভাগীরথি, পুণ্যপ্রবাহিণি, অমর, ভূতলে তুমি মন্দাকিনী, , যুগ যুগ হ’তে তুমি স্থশোভিনি ? ভারতের কণ্ঠে রজতের হার । যুগ যুগ হ’তে করেছ দর্শন, কত রাজ্যোদয়—উন্নতি—পতন, আর্য্য, যবনের, ম্লেচ্ছর শাসন * ঘুরিতে ভারতে চক্রের আকার । भै६ দেখিয়াছ, হায় ! যেন উল্কা তারা ভারত-অদৃষ্ট আকাশে যাহারা হইয়া উদয়, হ’য়ে দিশহারা চকিতে খসিয়া পড়েছে ধরায় । কেহ বা অকালে, কেহ কালে কালে, কেহ কারাগারে, কেহ করবালে, কেহ রণক্ষেত্রে, শত্ৰ-শরজালে কেহ অন্তঃপুরে কুসুম-শধ্যায় ।