পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चषदकां★ब्रछेिनौ ।

(নদীরব শ্রবণ করিয়া গাত্ৰোখান ) কলকল রবে তুমি, অয়ি ভাগীরথি । কি কহিছ ভাল করে কহ না আমারে ? দেখেছ কি তুমি সেই দুঃখিনী যুবতী ভাসিতে নমুনজলে, যথা পারাবান্ধে ভাসে কর্ণধারহীন বিপুর তরণী ? গুনেছ কি তুমি তার রোদনের ধ্বনি ? ఆ: ধীরতাপবাণ বালা করিয়া অন্তর,. উন্মুক্ত করেছে কিহে শোকপ্রবাহিণী ? সেই স্রোত অশ্রুজলে হয়ে উষ্ণতর মিশেছে কি তব নীরে অয়ি মন্দাকিনি! সে দুঃখের কথা কিহে, আইলে হেথায়, উক্ত বীচিরবে কাদি কহিতে আমায় । స్క్రీ. 壽 ; ভূধরসম্ভব তব সহোদরাগণ, বেড়াইছে অনিবার অভাগীর দেশে, ছঃখিনীর প্রতিবিম্ব, হইয়া পতন তাদের হৃদয়ে, আহা ! এসেছে কি ভেসে ভাগীরথি । তব কাছে ? দেখি তার মুখ, মনোদুঃখে তোমারও কি বিদরিছে বুক ! $8 কিংবা শুনি অভাগারপনশীখৰিলাপ, মলিন মনের ভাব, বিরহযন্ত্রণ, 敬 ३¢