পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిసి নবীনচন্দ্রের গ্রন্থাবলী । শোভিতেছে মেঘবং আকাশের গায়ে ; § কেবল কোথায় কোন উচ্চ তরুবর । অরণ্য হইতে তুলি উচ্চতর শির; করিতেছে আকাশের সীমা নিরূপণ । চিত্রিত আকাশ-চন্দ্ৰ-ভূধর-সাগর, চিত্তবিমোহিনী শেভ ! মরি কি সুন্দর “এমন সময়ে” আমি ভাবিলাম মনে, নিশা-হস্তা মেকবেত সাধিল মানস সুপ্ত ‘ডনকেনের রক্তে ; এমন সময়ে" নিভাইল অশ্বখাম, ভজিয়া ধূর্জটা, পাগুৰ বংশের পঞ্চ প্রদীপ উজ্জ্বল ; এমন সময়ে লজিঘ’ উষ্ঠান-প্রাচীর, ভেটিল ‘রোমিও’ প্রাণ-প্রিয় “জুলিয়েটে ; নিরখিল চন্দ্র স্বৰ্য্য একত্র উদয় ; এমন সময়ে, হায় ! প্রণয়-যন্ত্রণ নিবাইতে সাগরিক উদ্যান-বল্পী লয়েছিল করে, দিতে কোমল গ্রীবায়, উদ্বন্ধনে বিনাশিতে দুঃপের জীবন ; এমন সময়ে সুপ্ত কণক লঙ্কায়, একাকিনী শোকাকুলা পতির বিরহে কঁদিলা অশোক বনে সীতা অভাগিনী ; “এমন সময়ে” সেই সমুদ্রের কুলে ভাবিতে ভাবিতে দেহ হইল অবশ ; ক্রমে অজানিত সেই সমুদ্র-বেলায় গুইলাম, কোমল দূৰ্ব্বাদলময়ী শু্যামলশয্যায় ! স্নিগ্ধ সমুদ্র-নীরজ