পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RQ o নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কি সুখ যখন তব কীৰ্ত্তি, হায় ! প্রতিধ্বনি করে পর্বতনিচয় ! 電 বাছা রে ! কত যে বাসনা আছিল অস্তরে, * দেখিতে তোমার কোমল মুখ, পুরিল বাসনা, আনন্দ-সাগরে ভাসিতেছে আজি শুামল বুক । مقة বাছা রে ! দেখ নেত্র ভরি’, ভাবুক তুমি, পৰ্ব্বত, নিঝর, মহাপারাবার, দেখ প্রকৃতির চারু রঙ্গভূমি।

বtছা রে । তোমার কীৰ্ত্তির অমর প্রভায় হউক উজ্জল ভারত-বদন ; প্রেম স্বর্ণলতা চুলুক গলায়, আশীৰ্ব্বাদ করি, অাদরের ধন ।