পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:RJeఫి নবীনচন্দ্রের গ্রন্থাবলী। মুহূর্তৃেক এ সঙ্গীত সুখে শুনিলাম, মুহূৰ্ত্তেক পরে স্বপ্ন হ’ল অস্তধর্শন ! >*

  • মনে রাখিবেন”— শুনিলাম বীণাধবনি ; হৃদয়েতে প্রতিধ্বনি, .

ভাসিতে লাগিল ধ্বনি সন্ধ্যা-সমীরণে, কতবার শুনিলাম *রাখিবেন মনে” । ఫిఫి

  • রাধিৰে ন মনে !” কেমনে রাখিব মনে ?--রাখি যদি প্রাণপণে,—

কিসে মগ্ন তৃণ, স্রোত করিবে ধারণ, প্রিয়ে তব রূপ-স্রোত তৃণ মম মন । •r 을 하 সেই স্রোতে, হয় ! ভাসায়ে দিয়াছি মন, নাহি সধ্য নিল রণ করি তা’রে, নাহি জানি ভাবি পরিণাম, , সদা ভাবিতেছি? হায় !—কেন দেখিলাম । ভুবনমোহিনী-প্রতিভা। কে তুমি ? বঙ্গের কম কামিনী-উষ্ঠানে, এই অভিনব শোভা করিতে প্রকাশ, . অন্ধকার অস্তঃপুরে, . جون হেন তীব্রজ্যোতি করে, বলিলে না বঙ্গবাসী করিবে বিশ্বাস ।