এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নবীনচন্দ্রের ও স্থাবলী । ዓb” (চমকিতভাবে ) এ—একি ! ! কে আমার কাণে কাণে বলিল এখন— “যুবক ! নিরাশ এত বল কি কারণ ? জান নাকি মুখ দুঃখ নিশার স্বপন ? স্বথ চিরস্থায়ী কবে? দুঃখ বা কখন ? এই দেখ এই ছিল তিমিরা বুজনী, আবার এখন দেখ হাসিছে ধরণী ।” ዓ R হাসিছে ধরণী ? আহা ! আমি কেন তবে, মজিয়া মনের দুঃখে, বসি নদীতীরে, ভাবিতেছি এই দুঃখ চিরদিন রবে, কঁদিতেছি অনিবার ভাসি নেত্রনীরে ? আমার অধিক দুঃখী কত শত জন, পর্ণকুটরেতে স্টুখে করেছে শয়ন।
- মানুষের ধৰ্ম্ম এই। আশা লতা তার আজি পল্লবিত হয়, কালি মুকুলিত ; সলজ কলিকা করে সৌরভ বিস্তার, অভাগারে একেবারে করিয়া মোহিত। মনে করে বিকাশিবে বাসনাকমল, সৌভাগ্যের পূর্ণজ্যোতি হতেছে উজ্জ্বল।
- دا به তৃতীয় দিবসে হিম-নিধন কারণতাহার অজ্ঞাতে হয় ! এলে আচম্বিত,