পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇసెa নবীনচন্দ্রের গ্রন্থাবলী । জীবন অ ধরে, হায়, কেন বল দেখা যায় এমন বিজলি, থেলা,~~মুখের সঞ্চার ? কেন হেন সুখ স্বল্প ভাঙ্গিল আমার ! সতী, প্রিয়বর ! ভ্ৰমি, আশ-মরুভূমে পিপাসা-কাতর, দেখিলাম চারু বন অতীব সুন্দর ;– ( কিন্তু কি যন্ত্রণ ! আবার পাষাণ খানি কে চাপিল বুকে, স্বজিল হৃদয়ে এই অনল-প্রবাহ ? হুহু করিতেছে প্ৰাণ ; নাহি সৰ্বে মুখে একটা বচন ; হায় । একি অন্তৰ্বাহ ?

দেখিলাম, প্রিযুবর । সে চারু কানন কোলে রম্য সরোবর, প্রেমবারি সুশীতল, করিতেছে ঢল ঢল, কিন্তু ন! ছুইতে বাৰ্বি মোহের সঞ্চার হইল, পিপাস মম পূরিল না অার ! Q সেই মোহ-স্বপ্নে, হয়রে, ত্রিদিব-শেভ হইল বিকাশ ; শতচন্দ্র প্রকাশিল ; - এত সিন্ধু উছলিল ;