পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । *CŞ ন জানি কি বিষবরি করি বরিষণ, বিনাশে কুসুম কলি লতার সহিত। তখন অভাগা হয় ! হয়ে অচেতন, ভূতলে পতিত হয় আমার মতন। bペ কেবল আমি তো নহি ; সকল সংসারে মুখ দুঃখ ত্ৰমাগত চক্রের মতন ঘুরিতেছে অনিবার কে রাখিতে পারে ? কমলা অচলা হয়ে রয়েছে কখন ? কি মুখ বিষয়ে ? কত নৃপতি বিরলে এ ঘোর নিশীথে ভালে নয়নের জলে। \రి বিবেক ! নিশ্চয় আমি জেনেছি তোমায়, কহিয়াছ উপদেশ মম কাণে কাণে ; তোমার গম্ভীর বাক্য করিয়া সহায়, ফিরিব সংসারে পুনঃ, পশিব সংগ্রামে। কাপুরুষ প্রায় কেন ত্যজিয়া জীবন, দয়া ধৰ্ম্ম একেবারে দিব বিসর্জন। 娥 কি ছার বিষয়চিন্তা, কি ছার সংসার, কি ছার সম্ভোগ মুখ, অর্থই কি ছার ! মরিব কি তারি ভরে, করি হাহাকার ? নিশ্চয় লজিবি এই ছঃখপারাবার ; কি ভাবনা,—গেছুে মুখ, ফিরিবে আবার ;• কিবা চিত্ত,—আছে চুঃখ, রহিবে না আর ।