পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । లి (t . ক্লিওপেট্রা ;—মরি | চিত্র বিশ্ববিমোহিনী ! ধরা-ব্যাপী “রোম” রাজ্যে, যে রূপের তরে ঘটিল বিপ্লব ঘোর ; যেরূপ-শিখায় বিশ্বজয়ী বীরগণ,—যহীদের হয় ! স্ত্রীরপণ ইতিহাসে রয়েছে লিখিত অমর অক্ষরে ! করে, অস্ত্রে যাহাদের সমগ্র পৃথিবী-ভার ছিল। সমৰ্পিত – সিজার, এণ্টনি,—এই নামযুগলের সসাগরা বস্থঙ্করা ছিল সমতুল !— হেন বীরগণ, যেই রূপের শিখায় পড়িয়া পতঙ্গ-প্রায় হ’লে ভস্মীভূত, কেমনে বর্ণিব আমি সেরূপ কেমন ? মিশর-বিহনে এই অফিক যেমন মরুভূমি, এই রূপ-বিহনে তেমন— কেবল মিশর নহে—এই বসুন্ধরা বিস্তীর্ণ অরণ্য-সম। চিত্রিব কেমনে হেন রূপ রাশি ?--রূপ অনুপম ভবে ? কল্পনা-অতীত রূপ; নহে চিত্রনীয় ! বিষাদ— গ ধরে এই রূপ-কহিনুর জলিতেছে ; ভাসিতেছে মুখতারা-সম বিষাদ-আকাশ-গয়ে যুগল-নয়ন । জুই বিন্দু—দুই বিন্দু বারি,—মুক্তানিভ — আছে দাড়াইয়া দুই নয়ন-কোণায় ; নড়ে না, ঝরে না,—আহা ! নাহি চাহে ষেন ত্যজি সেই অনঙ্গের আনন্দ-আসন, পড়িতে ভূতলে ; হেন স্বৰ্গ-ভ্রষ্ট হ’তে