পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী প্রণয় জীবনবৃত্ত, সংসারবন্ধন,— ছিড়িয়াছে সে বন্ধন জেনেছি নিশ্চয় ভূষিত যে এ জীবন কুস্কমের প্রায়, শীতল স্নেহের জল বর্ষি অনিবার $ সে যদি সঁপিল তারে অনলশিখায়, কে রাখিবুে কে সহিবে অবলার ভার ? 镜 魯 প্রাণনাথ ! অবলারে কোন অপরাধে, অতল বিস্কৃতিজলে করিলে মগন ? কমলকলিকা কালে করিয়া গ্রহণ, প্রস্ফুটিত না হইতে, বল কি বিষাদে তেয়াগিলে,—হায় ! তব নিদারুণ মন ? শতেক পাষাণে বাধা হৃদয় তোমার,— দুঃখিনীরে যে অনলে করেছ অর্পণ, দিন দুই বই নাথ বঁচিব না আর । ¢ মরি কিংবা বাচি নাথ ! কি ক্ষতি তোমার } শুকাইলে বাসি পদ্ম অলির কি ফুখ ? কিন্তু হায়! না দেখিন্তু তব প্রেমমুখ মৃত্যুকালে, এই দুঃখে কঁদি অনিবার। সেই দিন দুঃখিনীরে করিয়া চুম্বন, চলি গেলে যবে, যদি বলিতে আমায়-- “বিদায় জন্মের মত,” ভরিয়া নয়ল দেখিতাম মুখশশী ধরিয়া গলায় ।

  • , মুনীল নয়ন পটে নয়নের জলে লইতাম প্রতিবিম্ব ; পরম যতনে