পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । রাখিতাম সেই চিত্র হৃদয় সদনে,— একটা নক্ষত্ৰ যেন আকাশমণ্ডলে। সেই মূৰ্ত্তি নিরথিয়া প্রতিমা স্বন্দর স্বজিতাম ; মথি তার অধরযুগল কালকূট বিষে, নাথ ! চুম্বি সে অধর ত্যজিতাম এ পরাণ খাইয়া গৱল 1 । দরিদ্রসম্ভবা ਕਿ সামান্তা রূপসী, ছিলাম প্রাস্তরে ক্ষুদ্র কুসুমের প্রায়। .এইরূপ কোন চিন্তা দিবানিশি হয় ! দংশিত না কীটপ্রায় অস্তরেতে পশি । সামান্ত রূপেতে মুগ্ধ হইবে না মন, জেনেছিলে যদি, তবে বল না আমায় ধনফুল রাজোদানে করিয়া রোপণ, কেন দহিতেছ তারে নিদাঘজালায় ? ছিল যেই কুলঙ্গিণী নির্জন কাননে, আপন মনের সুখে শীতল ছায়ায় ; জলআশা দিয়ে এনে মৃগতৃষ্ণিকায়, কেন অকারণে তারে বধিলে জীবন ? কাননকপোতী ছিল বসি তরুডালে ; . দুৰ্ল্য প্রণয়ফাদে বধি বিহগীরে, সোণার পিঞ্জরে রাখি, এ যৌবনকালে ভুজঙ্গের দন্তে কেন পিলে তীরে?

  • A

পিতা মম চিরদুর্থী জননী দুখিনী, রূপেগুণে দীন আমি, ছথিনী মহিল ;