পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8ミ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । শতধা বিদারি ভীম ভূমধ্য সাগর, সহোদরা-অপমান প্রতিবিধানিতে ! (২৩) নির্ভয় হৃদয়ে সখি ! সাজিল এণ্টনি, হেলায় খেলিতে যেন বালকের সনে । বলিয়া আমারে নাথ ! হাসিয়া হাসিয়া— · *মিশরে বসিয়া প্রিয়ে ; দেখ মুহূৰ্ত্তেকে বালকের ক্রীড়া-সাধ আসি মিটাইয়া ।” ধৈর্য্য মানিল না মনে ; ভবিলম ৰদি পাপিষ্ঠ সপত্নী আসি প্রাণেশে আমার ল’য়ে যায় এ কৌশলে ! বলিলাম—“নাথ । বহুদিন-সাধ মম করিতে দর্শন অর্ণব-আহব, প্রভু পুরাও সে সাধ, তুমি যদি না পূৰ্বাবে কে পূরাবে আর । বীরেন্দ্র ? হাসিয়া নাথ বলিল আমারে,— ‘সাজ তবে, বীরেন্দ্রাণি । বালকের রণে মহারথী ক্লিওপেট্রা, সারথি এণ্টনি । , আপনি প্রাণেশ, বৃণবেশে সাজাইলা অামায়, সজনি সুখে ! সাজাইতে, হায় ! কত যে কি সুখ নাথ দেখিলা নয়নে, চুম্বিল অধরে, সখি ! পরশিলা করে, বলিব কেমনে ? অঙ্কে অঙ্কে বিরাজিয়া স্কুট নলিনীর, অলির ষে মুখ, পদ্ম বুঝিবে কেমনে ? আমি আপনি সজনি ! (২৩) পূৰ্ব্বে বলা হইয়াছে এণ্টনির দ্বিতীয় পত্নী অগষ্টাস রের সহোদরা ছিলেন । - •