পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YoЖt c নবীনচন্দ্রের গ্রন্থাবলী । উন্মত্ত, বিকৃত, কণ্ঠেবলিতে লাগিল — “পরিণয় –পরিণয় –তুচ্ছ পরিণয় যদি না থাকে প্রণয় ! প্রণয়-বিহনে পরিণয় ! পরিমল-হীন পুষ্প ! মণি— হীন ফণী,—আজীবন অনন্ত দংশক ! মধু-হীন মধু-চক্র,—মক্ষিক-পূরিত ; হেন পরিণয়-বলে, ওই দেখ সখি ! এণ্টনির পাশে বশি, অগস্ত সিলভিয়া, আমায় কুলটা বলি করে উপহাস । কি কুলটা ক্লিওপেট্রা : প্রণয়ের তরে বিসৰ্জ্জিয়া কুল আমি পেয়েছিনু যাঞ্জে ; কুল তুচ্ছ, প্রাণ দিয়া তোর অভাগিনী না পাইয়া তারে, আজি তোরা গরবিণী, পোড়া পরিণয় বলে ? পরিণয় বলে জীবলোকে তোর নাহি পাইলি যহীরে, দেগিব অমরলোকে, পরিণয়-বলে তারে রাথিবি কেমনে - উনাদিনী হয় । ছুটিল তড়িত বেগে সহচরীদ্বয়, না পারিল প্রাণপণে রাখিতে ধরিয়া । প্রবেশিয়া কক্ষণস্তরে, দ্রুত হুস্তে বামা একটি সুবর্ণ-কৌটা খুলিল যেমতি, ক্ষুদ্র বিষধর এক ফণা বিস্তারিয়া, বসাইল বিষদস্ত কোমল হৃদয়ে,— রূপে মুগ্ধ ফণী যেন করিল চুম্বন ! সঙ্গীদ্বয় উচ্চৈঃস্বরে করিল চীৎকার, ভূতলে ঢলিয়া আহা ! পড়িল মৈশরী !