অবকাশরঞ্জিমী । ❖ ማእ উঠিতম সমীরণে পরাভব করে । নিরখি হৃদয় মম নাচিতে সঘনে, হাসিতেন পতি মম, বিকশি দশনে সরল প্রণয় হাসি ; প্রতিবিম্বচ্ছলে, হাসিতে সে হাসি মম হৃদয় দর্পণে, উষার রক্তিম স্থা সরসীর জুলে । 畿 8 বিদ্যুৎপ্রতিম আমি নিবিড় কাননে পশিতাম, ভ্ৰমিতাম নাচিয়া নাচিয়া, ( কাননছুহিতা প্রায়, উল্লাসে মাতিয়া ) “বনে বনে অঙ্কে অঙ্কে প্রাণেশের সনে । দেখিতাম প্রকৃতির অকৃত্রিম শোভা ঈষদচঞ্চল মরি স্বমন অনিলে, দূরে স্বচ্ছ নিঝরিণী শৰ্ম্ম মনলোভ, সুকোমল কলরবে জাগাত কোকিলে 38e গাইত কোকিলগণ সুললিত স্বরে ; মিলাইয়া সেই স্বর “বউ কথা কহ” গাইত শ্রবণে ঢালি মধুর আবহ, হসিতাম পতিমুখ চেয়ে লাজভরে । কাননগায়ক, বনগায়কীর সনে আরম্ভিত এক তানে রবির আরতি : নাচিত শিখিনী পুচ্ছ প্রসারি গগনে, নাচিতাম দুই কর তুলিয়া তেমতি। st মনসুখে পতিপাশে বসি তরুতলে, গাইয়া পঞ্চম স্বরে কোকিলার সমে
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।