পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ు చి ; হৃদয়, প্রণম সহ চরণে রাখিয়া, চলিলাম দেশান্তরে, হায় ! ভ{সাইয়া— সংসারের সুখ সাধ প্রথম যৌবনে, বিনিময়ে, লইয়া একটা ছায়া, হৃদয় দর্পণে । 3 বহুক্ষণ স্থিরনেত্ৰে নিস্পন্দ যুবায় যুবতীর মুখ পনে চাহিছে কেবল ! যুবতী অানত মুখে,—চিস্ত স্বরূপিণী— ছিড়িছে কুসুম করে কুসুমের দল । ঝুলিছে অসাবধানে মুক্ত কেশ রাশি, অবরিং বদন দ্ব—অতুল সে শোভা ! ল তা-কুঞ্জ অন্তরালে বসস্তি নিশীয়, এই রূপে মীর পূর্ণচন্দ্র শোভা পায় । “এই মুখখনি,— দেশে দেশে বহু বর্ষ ভ্ৰমিয়া ভ্ৰমিয়া, তীব্র বাসনাপ্ন স্রোত গিয়াছে নিবিয়া নিরাশীর অন্ধকারে । হৃদয় তখন চন্দ্র স্তে অবাত-ক্ষুব্ধ-জলধি যেমন । কদাচিত তব স্মৃতি হৃদয়ে উঠিয়া, যাইত ঝটিকা বহি সিন্ধু উচ্ছুসিয়া কতু সন্ধ্য সমীরণ কি যেন কহিয়া কাণে কাণে মৃদুস্বরে, যাইত বহিয়া । সন্ধ্যালেকে দেহ প্রাণ যাইত মিশিয়া নিরল চন্দ্রলোক করি দরশন, কখন কি যেন মনে হইত স্মরণ ।