পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లను 8 - 蠟 নৰীনচন্দ্রের গ্রন্থাবলী । প্রতিকৃতি। (সনেট । ) । পূর্ণচন্দ্র-নিভ ফুল্লচন্দ্র মুখে, মহিমার হাসি ভাসিছে তায় ; পতি-গরবেতে গরবিত বুকে, গুরল-তরঙ্গ থেলিয়া যায় । পূর্ণ কলেবর, চিত্র পূর্ণতার, পবিত্র মাধুরী কোমলতাময় ; • পূর্ণ-সিন্ধু-জলে, উচ্ছ্বাস আধার, . ফুটন্ত জ্যোৎস্না হতেছে লয় । পতি-ভালবাসা অঙ্গে অঙ্গে মাথা, পতি ভালবাসা হৃদয় ভ’রে ; পতি-ভালবাসা নাহি যার রাখা, সদয় ভরিয়া উথলি পড়ে । সোণার পুতুলে অঙ্গ স্থশোভন, শিরে-পতি শিব চঞ্জের মতন । কবির উপহার। { সনেট । ) ত্রিদিব জ্যোৎস্না দেবী-মূৰ্ত্তি ধরি, আজি কি ভূতলে পড়ি খলি ? জ্যোৎস্না-সাগরে জ্যোৎক্ষা ঢালিয়া, শশী-করতলে উদিল শশী । পবিত্রতর ? কি যে পবিত্রতা, ত্ৰিবি মাধুরী, পড়িছে ঋরি।