পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । 3 es ఫినీ শোভিতেছে অঙ্কে পঞ্চ প্রতিম-সুন্দর } কি মুখে সে স্বর্গোপর, বিরাজিছে বাছা মোর, গলায় গলায় সেই যুগ্ম প্রতিমার ! . ক্ষুদ্র পুষ্প সে বদন, চুম্বিছেন দুই জন কি অদিরে ; অঙ্কস্থিত পুত্ৰকস্তাগণ কি আদরে সেই ফুল করিছে চুম্বন । 8 তোমাদের স্নেহ-সাধ মিটেনি ভূতলে । তাই এই ফুলগুলি, একে একে নিলে তুলি, শূন্য করি আপবিত্র অঙ্ক আমাদের নিলে ওই ফুল মোর— বড় ভাগ্য বাছা তোর, সেই স্নেহামৃত তুই করিস্ রে পান, তার পিপাসায় দহে আমাদের প্রাণ ! २ ({ আর র্কাদিব না। সেই অনন্তের সনে মিশিয়াছে সেই মহা অনন্ত স্বরূপ,— অশোক-অষ্টমী আজি, ভক্তির তরঙ্গ-রাজি করিয়াছে মুহূৰ্ত্তেব অশোক অস্তুরস্থাপিলাম সেই মূৰ্ত্তি শ্মশান উপর ।