8९ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । २१ প্রখর ভানুর করে তাপিত অবনি । 'মণ্ডিত আতপতাপে প্রশস্ত প্রাঙ্গণ অদূরে জলিতেছিল ধধিয়া নয়ন, বিহঙ্গ বসিয়া ডালে নীরবে অমনি কেবল বায়সগণ কখন কথন কাতরে ডাকতেছিল তৃষ্ণভগ্নস্বরে ; গাভিগণ তরুতলে মুদিয়া নয়ন, রোমস্থ করিতেছিল ক্লাস্ত-কলেবরে । Հb, সর সর স্বরে শান্ত নিঝৰ্বসলিল পতিত হইতেছিল বুজত-ধারায়। ফাল্গুনে পল্লবে পূর্ণ অটীছায়ায়, তীব্রতাপে ভীত মন মধ্যাহ্ন অনিল বেড়াইতেছিল ধীরে, চুম্বি পত্রদল, নাচাইয়া ছিন্ন বেণী অলককুন্তল, দোলাইয়া কর্ণদোল, কলিকাকমল, উড়াইয় ধীরে ধীরে সুচারু অঞ্চল । રજ শিলাতলে বসে সুখে, লালনিবন্ধন অনাবৃত দেহ-লতা নবমুকুলিত, - অতি মুকুলিত নহে, নহে বিকসিত,প্রাণনাথ ! সে মূৰ্ত্তি কি হয় না রণ? মধুর মক্কুট স্বরে, গাইতে গাইতে, অস্থ্যমনে,"অধোমুখে, কুসুমের হার গাঁথিতেছিলাম নাথ ! হষিত চিতে, সেই চিত্র, এই চিত্র, দেখ এবার।
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।