পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । 8 a ఘో “মরি দাসী যদি তিলেক তোমার “প্রেম-ময় মুখ দেখিতে না পাই ! *তব প্ৰেমমুগ্ধ তিলেক অন্তর “হয় যদি নাথ ! রবি, শশী, তারা, “নিবিবে, ঢাকিবে অাধারে প্রকৃতি ; “হইবে জগত নিয়তি-হারা । গ্রহে উপগ্রহে ঘাত প্রতিঘাতে “অঙ্গে অঙ্গে দাসী হইয়া ক্ষত ; “ভৌতিক বিপ্লবে হয়ে আত্মঘাতী, “হইবে প্রকৃতি শূন্তে পরিণত " @ গভীর নিশীথে, কি গভীর গীত গাইছে প্রকৃতি গভীর ধীরে , অনন্ত-রূপিণী অনন্ত-কণ্ঠেতে s কহিছে কাতরে—“ভু’লো না দাসীরে ” আমি ক্ষুদ্র নর, মাতা প্রকৃতির । অণু,পরমাণু, এই মহা-গীত । গাই যেন নিত হৃদয় ভরিয়া— . প্রকৃতির এই জীবন-সঙ্গীত । প্রকৃতি রাধিক, করিছে এ গীতে কৃষ্ণ-আরাধন, ভাসি প্রেমনীরে ; অণু পরমাণু, অনন্ত গোপিনী গাইতেছে—“নাথ ! ভূ’লে না দাসীরে।" | সম্পূর্ণ।

  • b.