পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| নবীনচন্দ্রের গ্রন্থাবলী موالا8 পৰ্ব্বতনিঝর হতে অবরুদ্ধ নীর, বহিতে লাগিল যেন, গরজি গম্ভীর } $ ls

  • মহারাজ কৃষ্ণচন্দ্ৰ ! * { অনেক চিন্তার পর করিলাম স্থির,

} আম হ’তে এই কৰ্ম্ম হবে না সাধন । আজন্ম যাহার অল্পে বৰ্দ্ধিত শরীর, কৃভন্নতা-অসি-ধৰ্ম্মে দিয়া বিসর্জন-- কেমনে ধরিব আহা ! বিপক্ষে তাহার ? যেই তরুছয়াতলে জুড়াই জীবন, কেমনে সে তরুমূল কাটিব আবার ? অথবা নিষ্ঠুর মনে, ভূজঙ্গ যেমন, কোন প্রাণে, যে গাভীর করি স্তন্যপান, , দুগ্ধ বিনিময়ে তারে করি বিষ দান ? ›ፃ “কৃতজ্ঞতা মহাপাপ ! বল না আমায় ষেই করে করে মুখে আহার প্রদান, কোন মুখ সেই কর কাটিবারে চায় ? কৃতঘ্নহৃদয় আহা ! নরক সমান ! সামান্ত যে উপকারী, তার অপকার করিলে, পাপেতে আত্মা হয় কলুষিত ; একে রাজদ্রোহী, তাহে মন্ত্রী হয়ে তার, কেমনে কুমন্ত্রে তার করিব অহিত ? : একে রাজ-বিদ্রোহিত ! তাহে অনিশ্চিত এই পাপ পরিণাম—হিত, বিপরীত ! ।