পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । so অঞ্চল পাতিয়া সুখে করিয়া শয়ন ; বালিশ দক্ষিণবাহু ; শাস্তু চু নয়নে চেয়ে আছি এক দৃষ্টি একতান মনে। অস্ত যায় দিনমণি, লোহিত বরণ বিতরি অলক্ত কাস্তি পশ্চিম গগনে ; কনককিীটু শিরে পাদপনিচয় প্ৰণমিছে প্রভাকরে সাহপনে ; হাসিছে প্রকৃতি মরি ! চারু শোভাময় । NOB সুদূরে তরঙ্গ-মালা, বঙ্গ-পরাবারে তুলিম তরল শিরঃ, নীল কলেবর, দেখিছে কেমনে অস্ত যায় প্রভাকর ;– সে নীল সলিল-লীলা কে বৰ্ণিতে পারে ? অদূরে সুবর্ণরেখা শান্ত স্রোতস্বতী, সন্ধ্যালোকে শোভে যেন রজতের হার ; শোভে তীরে তরুরাজী শুমরূপবর্তী 5 ভাসে নীরে ক্ষুদ্রতরী পক্ষীর আকার । ·ථිද් গাভিগণ অগণন চরিতেছে মাঠে ; ছুটিতেছে বৎসগণ উচ্চ পুচ্ছ করে ; নীড় অন্বেষণে এবে দিগ্‌-দিগন্তরে উড়িতেছে পক্ষিগণ ; সরোবরঘাটে শোভিতেছে দীনহীন কুলনারীগণ,— কলসী কোমল কক্ষে, বক্র কলেবর ; বহিতেছে ধীরে ধীরেন্সন্ধ্যাসমীরণ,কঁপে লতা, কঁপে পাতা, কঁপে সরোবর।