পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

દષ્ટિ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। • উঠিতে দুৰ্ব্বল-ভাবে করে ভর করি অমনি দু হাতে নাথ ! ধরিলে আমায় ; তব বাম অংসোপরে, গলিয়া লজ্জায়, রাখিনু বদন মম, মরি মনে করি ! শিহরিল অঙ্গ মম, চঞ্চল হৃদয় নচিতে লাগিল দ্রুত না জানি কারণ ; নিশ্বাস হইতে ছিল ঃেই তালে লয় ; নীরবে নয়ন-নীর, হইল পতন । 8 જ পাষাণের পানে প্রাণ ! ছিলাম চাহিয়া,ন তখন তা জানি নাই, জনিতু এখন ; পাষণে নয়ন মম না হলে পতন, । নাহি কঁদিতাম এবে বিষাদে মজিয়া । প্রাণনাথ ! প্রেমভরে চিবুক ধরিয়া করিলে প্রেসি " বলি প্রিয় সম্বোধন ; চাহিষ্ণু সজলনেত্ৰে, ঈষৎ হাসিয়া, রুমালে অমনি নাথ ! মুছিলে নয়ন । 영 সেই শিলাতলে বসি, সেই সন্ধ্যালোকে, মোহিয়া মোহন স্বরে মহিলার মন, বলেছিলে কত কথা, হয় কি স্মরণ ? স্মরিলে সে সব কথা, পাসরিয়া শোকে, পাসরিয়া নাথ ! তব নিষ্ঠুর যন্ত্রণ, আনন্দে ੇਸ਼ इय श्रृछद्र আমার ! ইচ্ছা হয় ত্যজি এই ধনবিড়ম্বন, স্নান বেশে শিলাতলে বসিগে আবার ।