8te নবীনচন্দ্রের গ্রন্থাবলী । “ পবিত্র ঈশ্বর প্রতিপূর্ণ কলেবর পুলকে পূর্ণিত হতো, যবে একাসনে চন্দ্রীলোকে বসি ছাতে অবিচল মনে উপাসনা করিতাম, তাপিত অন্তর দহি অনুতাপানলে ; সলিলশীকর পতিত করিত তব নব নয়নযুগল ; গাইতে গম্ভীর স্বরে, সঙ্গীত সুন্দর, আনন্দে অন্তর তব হইত অচল । 8s কেমনে সে ধৰ্ম্মজ্যোতিঃ পাপ অন্ধকারে নিবাইলে প্ৰাণেশ্বর ! বল না আমায় ? কেমনে ভুলিয়া সেই জীবনসখয়, ডুবিলে জঘন্ত এই পাপ পারাবারে ? পবিত্র প্রণয়রূপা ধৰ্ম্ম-প্রণয়িনী, পরিণয়-পাশে যারে করেছ বন্ধন,— কেমনে ত্যজিয়া দেই জনমতুঃখিনী, ভুজঙ্গিনী প্রেমে নাথ ! হইলে মগন ? 용 ছিল না কি বারি মম প্রেম-সরোবরে ? নিবিত না তৃষ্ণ কি হে সুশীতল নীরে ? ত্যজি এ নিৰ্ম্মল জল, ত্যজি দুঃখিনীরে, কেন ঝাপ দিলে হায় ! পাপের সাগরে ? যৌবন ভাণ্ডারে নাথ ! রূপের রতন ছিল না কি ? ছিল না কি মাধুরী তাহায়— চিত্তমুগ্ধকরী শক্তি ? ভবে কি কারণ সঁপিলে জীবন মন পাপের শিখায় ?
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।